সারা বাংলা

হাওরে নৌকা ডুবি, ৪০ ঘণ্টা পর একজনের লাশ উদ্ধার 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই যুবক নিখোঁজ হন। ওই ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৯ আগস্ট ) সকাল ১১টার দিকে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর থেকে শাহ আলমের (৪১) লাশ উদ্ধার হয়। 

আরও পড়ুন: হাওরে নৌকাডুবি, নিখোঁজ ২

মারা যাওয়া শাহ আলম উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন ঝড়ের কবলে পড়ে দুই যুবক নিখোঁজের ঘটনায় একজনের লাশ উদ্ধার করতে পেরেছি। অপরজনের সন্ধানে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। 

প্রসঙ্গত, গত রোববার (২৭ আগস্ট) রাতে তাহিরপুর উপজেলার সদর বাজার থেকে সন্ধ্যার দিকে মাটিয়ান হাওর দিয়ে ইঞ্জিন চালিত ছোট কাঠবডি নৌকায় করে ফয়েজ ও আলম বাড়ি ফিরছিলেন। নৌকাটি হাওরের মাঝখানে পৌঁছালে ঝড়ের কবলে পড়েন তারা। এর পরপরই নৌকা ডুবে তারা নিখোঁজ হন। এসময় হাওরে থাকা অন্য নৌকার মাঝি বিষয়টি দেখে তাহিরপুর বাজারের লোকজনদের জানান। পরে খারাপ আবহাওয়ার মধ্যে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন নৌকা নিয়ে হাওরে খোঁজাখুঁজি করলেও ওই রাতে নিখোঁজ দুই জনের কোনো সন্ধান পাননি।