আন্তর্জাতিক ক্রিকেটে মিচেল মার্শের নেতৃত্বের অভিষেকটা হলো স্মরণীয়। প্রথমে ব্যাট হাতে ঝড়ো ইনিংসের পর দুর্দান্ত নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলকে এনে দিলেন বড় জয়। মার্শের দারুণ শুরুর দিনে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১১১ রানের বড় জয়ে সিরিজেও এগিয়ে গেল অজিরা।
মার্শ ছাড়াও এই ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন টিম ডেভিড। ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন এই হার্ডহিটার। সেই সঙ্গে বল হাতে সুযোগের সবটা লুফে নিলেন তরুণ লেগ স্পিনার তানভির স্যাঙ্ঘা। আর তাতেই কুড়ি ওভারের ক্রিকেটে প্রোটিয়াদের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল প্রোটিয়ারা। আগেরটি ছিল ১০৭ রানের।
ডারবানের কিংসমিডে বুধবার (৩০ আগস্ট) টস হেরে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতেই মার্কো জানসেনের বলে বিদায় নেন ট্রাভিস হেড। এরপর ম্যাথু শর্টকে নিয়ে দারুণ শুরু এনে দেন মিচেল মার্শ। ঝড়ো ব্যাটিংয়ে দুজন মিলে ২৬ বলে ৬৩ রানের জুটি গড়েন। ১১ বলে ২০ রান কইরে শর্ট ফিরে গেলে ভাঙে এই জুটি।
উইকেটে এসে থিতু হতে পারেননি জশ ইংলিস ও মার্কাস স্টয়নিসও। তাতে অবশ্য থেমে থাকেনি রানের চাকা। প্রথম ছয় ওভারেই অস্ট্রেলিয়া তুলে ফেলে ৭০ রান। পরের গল্পটা মার্শ আর ডেভিডের। মার্শ ২২ বলে ফিফটি করে নিজের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দেন। খুনে ব্যাটিংয়ে ডেভিড ফিফটি পূর্ণ করেন ২৪ বলে।
ফিফটির পর ডেভিড বিদায় নিলে শেষদিকে অভিষিক্ত হার্ডি ৩ চার ও এক ছক্কায় খেলেন ১৪ বলে ২৩ রানের ক্যামিও। মার্শ ১৩ চার ও ২ ছক্কায় ৪৯ বলে ৯২ রানে অপরাজিত থাকেন। ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডেভিড। মার্শের সঙ্গে তার ৫০ বলে ৯৭ রানের জুটি পঞ্চম উইকেটে অস্ট্রেলিয়ার রেকর্ড।
লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই টেম্বা বাভুমাকে হারায় দক্ষিণ আফ্রিকা। সেই ধাক্কা সামলে আগ্রাসী ব্যাটিংয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন রাসি ফন ডার ডাসেন ও হেনড্রিকস। তবে বড় হয়নি জুটি। পঞ্চম ওভারে ফন ডাসেনকে (১১ বলে ২১) ফিরিয়ে ২৪ বলে ৪৬ রানের জুটি ভাঙেন শন অ্যাবট।
এরপরই শুরু হয় স্যাঙ্ঘা ম্যাজিক। এই লেগির জাদুতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। এইডেম মারক্রামকে ফিরিয়ে প্রথম উইকেট পান স্যাঙ্ঘা। এরপর একে একে ব্রেভিস, ট্রিস্টান স্টাবস ও জানসেনকে বিদায় করেন তিনি। তাতেই ১৫.৩ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
একই মাঠে আগামী শুক্রবার হবে দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ২২৬/৬, ২০ ওভার (মার্শ ৯২*,ডেভিড ৬৪) দক্ষিণ আফ্রিকা: ১১৫, ১৫.৩ ওভার (হেনড্রিকস ৫৬, জানসেন ২০) ফল: অস্ট্রেলিয়া ১১১ রানে জয়ী সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া ম্যান অব দা ম্যাচ: মিচেল মার্শ