খেলাধুলা

মেসিতে ভরসা, প্লে-অফের স্বপ্ন দেখছেন মায়ামি কোচ

লিওনেল মেসি আসার পর থেকেই দুর্দান্ত গতিতে ছুটে চলছিল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারেও (এমএলএস) তলানিতে থেকে উঠে প্লে-অফ খেলার স্বপ্ন দেখছিল দলটি। কিন্তু নাশভিলের বিপক্ষে ড্র করে বেশ চাপে পড়ে গেল জেরার্দো মার্টিনোর দল। তবে এখনই আশা ছাড়ছেন না মায়ামি কোচ।

এখনো প্লে অফ অফ থেকে ১০ পয়েন্ট পিছিয়ে আছে মায়ামি। ১৫ দলের মধ্যে তাদের অবস্থান ১৪ নম্বরে। প্লে-অফ খেলতে হলে ভালো কিছু করতে হবে। তবে এখনই হাল ছাড়ছেন না জানিয়ে মার্টিনো বলেন, ‘যেকোনো কিছু হতে পারে।’

মেসি যাওয়ার পর এখন পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ১১টি ম্যাচ খেলেছে মায়ামি। তাতে ৯ জয়ের বিপরীতে ১টিতে হার। তাই নাশভিলের বিপক্ষে পয়েন্ট খুইয়েও আশা দেখছেন মার্টিনো। তিনি বলেন, ‘আমাদের যা করতে হবে তা হলো এগিয়ে যাওয়া। যে কোনো কিছুই ঘটতে পারে।’

মায়ামির সামনে প্লে-অফের সমীকরণ হলো, তারা যদি লিগ শেষে নবম স্থান বা তার চেয়েও ভালো অবস্থান নিশ্চিত করতে পারে তবেই প্লে-অফের টিকিট মিলবে।