খেলাধুলা

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির আশঙ্কা

এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মাঝে আগ্রহের শেষ নেই। তবে তাদের সব  আগ্রহ আর উন্মাদনায় জল ঢেলে দিতে পারে বৃষ্টি।

শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মহারণে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জানা যায়, শনিবার ক্যান্ডিতে মুষলধারে অবিরাম বর্ষণ হতে পারে। স্থানীয় সময় বিকেল ৩টায় যখন ম্যাচটি শুরু হবে তখন বৃষ্টির হওয়ার সম্ভাবনা ৮০%।

আবহাওয়ার কারণে খেলা দেরীতে শুরু হতে পারে। কিন্তু পূর্বাভাসের লক্ষণ খুব ভালো নয়। পূর্বাভাসে স্থানীয় সময় সকাল ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত একটানা বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে। তাতে কার্যত ম্যাচ মাঠ গড়ানো নিয়েই দেখা দিতে পারে সংশয়।

এবারের এশিয়া কাপের শুরু থেকেই চলছে বৃষ্টির লুকোচুরি খেলা। এর আগে পাকিস্তান-নেপাল ও বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচেও বাগড়া দিয়েছিল বৃষ্টি। তবে প্রথম দুই ম্যাচে কোনো ওভার না কেটেই নির্বিঘ্নে খেলা শেষ করতে পেরেছিল দলগুলো।