ফুটবল বিশ্বকাপের ২০২৬ সালের আসরকে সামনে রেখে বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে উরুগুয়ে। তবে এই দলে জায়গা হয়নি দীর্ঘদিনের সারথী অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানির। এই দুজনকে ছাড়াই ২৫ সদস্যের দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী ৯ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে উরুগুয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা।
দলের দুই অভিজ্ঞ তারকাকে ছাড়াই ঘোষিত দলে এসেছে কয়েকজন নতুন মুখ। সুয়ারেজ-কাভানির অনুপস্থিতিতে দলের আক্রমণভাগের নেতৃত্ব দিবেন লিভারপুল তারকা দারউইন নুনেজ।
বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে খেলছেন ৩৬ বছর বয়সী সুয়ারেজ। উরুগুয়ের ইতিহাসে এখনো সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ। ১৩৭ ম্যাচে ৬৮ গোল নিয়ে সবার উপরে আছেন তিনি। ৫৮ গোল নিয়ে এরপরই আছেন কাভানি। ২০১০ সালে প্রথম বিশ্বকাপ খেলা সুয়ারেজ-কাভানি টানা চারটি বিশ্বকাপ খেলেছেন।
চিলি ও ইকুয়েডরের বিপক্ষে উরুগুয়ের স্কোয়াড : গোলরক্ষক : সার্জিও রোচেত, ফ্রাঙ্কো ইসরায়েল ও সান্তিয়াগো মেলে।
ডিফেন্ডার : সান্তিয়াগো বুয়েনো, ব্রুনো মেন্দেজ, সেবাস্তিয়ান কাসারেস, পুমা রদ্রিগেজ, মাথিয়াস অলিভিয়েরা, হোয়াকুইন পিকুইয়ারেজ, মাতিয়াস ভিনা ও লুকাস ওলাজা।
মিডফিল্ডার : ফেদেরিকো ভালভার্দে, নাহিতান নান্দেজ, ফেলিপে কারবালো, এমিলিয়ানো মার্টিনেজ, মানুয়েল উগার্তে ও নিকোলাস দে লা ক্রুজ।
ফরোয়ার্ড : অগাস্টিন কানোব্বিও, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, ফাকুন্দো তোরেস, ব্রিয়ান রদ্রিগেজ, ফাকুন্দো পেলিস্ত্রি, ক্রিস্টিয়ান অলিভিয়েরা, ম্যাক্সি গোমেজ ও ডারউইন নুনেজ।