আন্তর্জাতিক

১১ হাজার বছর কারাদণ্ড

তুরস্কে একটি ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা এবং তার দুই ভাইবোনকে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে প্রত্যেককে ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২১ সালে ২৯ বছর বয়সী ফারুক ফাতিহ ওজারের প্রতিষ্ঠান থডেক্স এক্সচেঞ্জে ধস নামে। এরপর তিনি বিনিয়োগকারীদের সম্পদ নিয়ে আলবেনিয়ায় পালিয়ে যান। জুন মাসে তাকে তুরস্কে ফেরত পাঠানো হয় এবং অর্থ-পাচার, জালিয়াতি এবং সংগঠিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়।

ওজার আদালতকে বলেছিলেন, তার উদ্দেশ্য অপরাধ হলে তিনি ‘এত অপেশাদার আচরণ করতেন না।’

ইস্তাম্বুলে সংক্ষিপ্ত বিচারের পর ওজারের বোন সেরাপ এবং ভাই গুভেনকেও একই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। সরকারি কৌঁসুলিরা ওজারের ৪০ হাজার ৫৬২ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন।

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রচেষ্টার অংশ হিসাবে ২০০৪ সালে তুরস্কে মৃত্যুদণ্ড রহিত করা হয়। এরপর থেকে দেশটিতে হাজার বছরের কারাদণ্ডের বিধান চালু হয়। ২০২২ সালে টেলিভিশনে ধর্মীয় অনুষ্ঠানের প্রচারককে জালিয়াতি ও যৌন অপরাধের জন্য আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।