২০২৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) এ ঘোষণা দিয়েছে।
কমিশন বৃহস্পতিবার যে সময়সীমা ঘোষণা করেছে তাতে নির্বাচনের নির্দিষ্ট তারিখ নেই। কমিশনের এই ঘোষণা প্রেসিডেন্ট আরিফ আলভির প্রস্তাবিত ৬ নভেম্বরের ভোটের তারিখকে দুই মাসেরও বেশি সময় ছাড়িয়ে গেছে।
এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, তারা নির্বাচনী এলাকা সীমাবদ্ধকরণের কাজ পর্যালোচনা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে ২৭ সেপ্টেম্বর নির্বাচনী সীমানা নির্ধারণের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। খসড়ার বিষয়ে আপত্তি ও পরামর্শ শোনার পর ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৫৪ দিনের নির্বাচনী প্রচারণা কর্মসূচি শেষ হওয়ার পর জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর একদিন আগে সাধারণ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনার জন্য আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছিল ইসিপি।