নারী ফুটবলের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কাছে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ শুক্রবার নারী ফুটবলের ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উড়ে যায় বাংলাদেশের মেয়েরা।
জাপানের হয়ে চিবা রেমিনা দুটি, তানিকাওয়া মোমোকো দুটি ও সাকাকিবারা কোতোনা দুটি গোল করেন।
এদিন ওয়েংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে রেমিনা গোল করে এগিয়ে নেন দলকে। অষ্টম মিনিটের মাথায় মোমোকোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ১৫ মিনিটের মাথায় রেমিনা জোড়া গোল পূর্ণ করেন। আর এই অর্ধের যোগ করা সময়ে (৪৫+১) শিকোশি মায়ার গোলে ব্যবধান হয় ৪-০।
বিরতির পর আরও পাঁচটি গোল হজম করে লাল-সবুজের জার্সিধারীরা। ৪৭ মিনিটে হাইজিকা মায়ার গোল করলে ৫-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। ৫৬ মিনিটে কোতোনার গোল করে জাপান এগিয়ে যায় ৬-০ গোলে। এরপর ৭৭ মিনিটে মোমোকো ও ৮২ মিনিটে কোতোনার জোড়া গোলে জাপানের ৮-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
বাংলাদেশের পরের ম্যাচ ভিয়েতনামের সাথে। আর শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। পরের রাউন্ডে যেতে হলে এই দুই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। যা কঠিনই বটে।