অর্থনীতি

কারণ ছাড়াই বাড়ছে ইমাম বাটনের শেয়ারদর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া বা কারণ ছাড়াই পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১০৩.৫০ টাকা। আর ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দাম ১৩৮.২০ টাকায় উন্নীত হয়।

এভাবে শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।