বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের কাছে উন্নয়নের রোড মডেল, ঠিক তখন বিএনপি জামায়াত জোট এ দেশকে বাংলাভাই ও শায়েখ আব্দুর রহমানদের অভয়ারণ্যে পরিণত করতে চায়। দেশকে পাকিস্তানের মতো সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়।
সোমবার (২৫ সেপ্টম্বর) দুপুরে সাতক্ষীরা পিএন হাইস্কুল মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এর আগে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু।
জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
বাহাউদ্দিন নাছিম বলেন, যখনই নির্বাচন আসে তখন তারা (বিএনপি) নির্বাচন করবে না বলে নানা পাঁয়তারা করে। তারা জানে নির্বাচনে অংশ নিলে তাদের দুর্নীতি, অপকর্ম, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের মানুষ ভোট দেবে না। এ কারণে তারা ভোট ভয় পায়। ভোট থেকে দূরে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে।
এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলের এই কেন্দ্রীয় নেতা।