নারীদের ওপর ফ্রান্সের পোশাক বিধির বিরোধিতা করেছে জাতিসংঘ। ২০২৪ সালের প্যারিস গেমসের সময় ফ্রান্স মুসলিম অলিম্পিক ক্রীড়াবিদদের হিজাব পরতে নিষেধ করার সমালোচনা করেছেন সংস্থার মানবাধিকার বিষয়ক দপ্তরের মুখপাত্র মার্তা হুর্তাদো।
মঙ্গলবার মার্তা হুর্তাদো জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘কোনও নারীকে কী পরতে হবে বা পরতে হবে না তা কারো ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।’
এর আগে রোববার ফরাসি ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন, তার দেশের ধর্মনিরপেক্ষতার কঠোর নিয়মের সাথে সামঞ্জস্য রেখে গেমসের সময় হিজাব পরতে নিষেধ করা হবে।
ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া-কাস্তেরা বলেছেন, ‘এর মানে হল যেকোনও ধরনের ধর্মান্তরিতকরণের উপর নিষেধাজ্ঞা। এর মানে হল সরকারি পরিষেবাগুলিতে সম্পূর্ণ নিরপেক্ষতা। ফ্রান্স দল মাথায় হিজাব পরবে না।’
ফ্রান্সের এই সিদ্ধান্তকে নারীদের প্রতি বৈষম্য উল্লেখ করে মার্তা হুর্তাদো জানিয়েছেন, নারীদের বিরুদ্ধে সব ধরনের বৈষম্য দূরীকরণের আন্তর্জাতিক কনভেনশন বৈষম্যমূলক চর্চাগুলো বাতিল করেছে।
তিনি বলেন, ‘কনভেনশনের যেকোনও রাষ্ট্রপক্ষ -এই ক্ষেত্রে ফ্রান্সের - বাধ্যবাধকতা আছে ... যেকোনও লিঙ্গের নিকৃষ্টতা বা শ্রেষ্ঠত্বের ধারণার উপর ভিত্তি করে তৈরি করা সামাজিক বা সাংস্কৃতিক নিদর্শনগুলোকে সংশোধন করার। একটি গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক অনুশীলনের পরিণতি ক্ষতিকারক হতে পারে।’