আন্তর্জাতিক

মুসলিম বিধায়ককে অশালীন মন্তব্যের ‘পুরস্কার’ দিলো বিজেপি

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা রমেশ বিধুরি সম্প্রতি দিল্লির লোকসভায় এক মুসলিম সদস্যকে লক্ষ্য করে ‘অশালীন’ মন্তব্য করেছেন এবং হুমকি দিয়েছেন। আসন্ন রাজস্থান বিধানসভা নির্বাচনে সেই রমেশ বিধুরিকেই বিজেপির নির্বাচন পর্যবেক্ষকের পদে বসানো হয়েছে। এটাকে মেরুকরণের পুরস্কার হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। 

গত সপ্তাহে বহুজন সমাজ পার্টির আইন প্রণেতা কুনওয়ার দানিশ আলীকে ‘সন্ত্রাসী’ ও ‘বেশ্যার দালাল’ বলেন রমেশ বিধুরি। দানিশকে লক্ষ্য করে তিনি বলেন, ‘তুমি চরমপন্থী... আমি তোমাকে বলছি, তুমি খতনা করেছ।’বক্তব্যের শেষ পর্যায়ে দানিশকে হুমকি দিয়ে রমেশ বলেন, ‘আমি এই মোল্লাকে বাইরে দেখে নেব।’

রাজস্থানের টঙ্ক বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন লড়বেন কংগ্রেস নেতা শচীন পাইলট। এই কেন্দ্রেই বিজেপির নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে রমেশ বিধুরিকে। বুধবার বিধুরি জয়পুরে বিজেপির রাজ্য প্রধান সিপি জোশির সভাপতিত্বে একটি সভায় যোগ দিয়েছিলেন। চলতি বছরের নভেম্বরে রাজস্থানে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজ্যসভায় কংগ্রেসের এমপি কপিল সিবাল এর সমালোচনা করে বলেছেন, ‘বিজেপি ঘৃণা পুরস্কৃত করে। সংসদের বিশেষ অধিবেশনে দানিশ আলীকে অকথ্য শব্দ ব্যবহার করার জন্য বিধুরিকে পুরস্কৃত করা হয়েছে। রাজস্থানের টঙ্ক জেলার বিজেপিকে ইনচার্জ করা হয়েছে।’

তৃণমূলের সংসদ সদস্য মহুয়া মৈত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে প্রশ্ন করেছেন, ‘এটি কি সংখ্যালঘুদের জন্য আপনার স্নেহযাত্রা (প্রেম প্রচার)?’