প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উৎসব আমেজে ফরিদপুরের নগরকান্দায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরকান্দা উপজেলার চরজশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজার সংলগ্ন কুমার নদীতে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছোট-বড় ৮টি নৌকা অংশ নেয়। নৌকাবাইচ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী দলকে ফ্রিজ, ২য় ও ৩য় দলকে একটি করে রঙিন টিভি উপহার দেওয়া হয়।
এ উৎসব ঘিরে নদীর দুই পাড়ে বসে মেলা। মেলায় হরেক রকমের খেলনা ও বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রির ধুম পড়ে।
নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামার সরদার, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির হোসেন মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, আওয়ামী লীগ নেতা কাজী শাহ্ জামান বাবুল প্রমুখ।
নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেন চরজশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান তালুকদার পথিক।