সারা বাংলা

ঝালকাঠিতে আনসার সদস্যকে কুপিয়ে আহত

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি চত্বরে এক আনসার সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। 

আহত আনসার সদস্যের নাম শেখ সাঈদ (৪২)। তিনি ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের উত্তর কৃষ্ণকাঠি গ্রামের মৃত শেখ কালুর ছেলে। শেখ সাঈদ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার অগ্রণী ব্যাংকে কর্মরত রয়েছেন। 

আহত শেখ সাঈদ বলেন, ‘সম্প্রতী ঝালকাঠি শহরের কাপুরিয়া পট্টিতে একটি জমি নিয়ে ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর কামাল শরীফের সঙ্গে আমার বিরোধ চলছিল। কামালের বিরুদ্ধে ঢাকা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছি। সংবাদ সম্মেলনের পর থেকে কামাল শরীফ আমাকে বিভিন্ন সময়ে হত্যার হুমকি দিচ্ছিলেন। আজ রাতে মামলার কাজে আইনজীবী সমিতিতে যাই। সেখান থেকে ফেরার সময় আমাকে একদল হেলমেট পরিহিত দুর্বৃত্তরা আক্রমণ করে। তারা দেশি ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে পালিয়ে যায়।’ 

এবিষয়ে অভিযুক্ত কাউন্সিলর কামাল শরীফ সাংবাদিকদের বলেন, ‘কোনো আনসার সদস্যের সঙ্গে আমার জমি সংক্রান্ত বিরোধ নেই। যেটা ঘটেছে সে ঘটনায় আমাকে মিথ্যা জড়ানোর চেষ্টা করা হচ্ছে।’

ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক সঞ্জয় বরাল জানান, আহত ব্যক্তিকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পিঠের ওপরের আঘাতে ১৪টি সেলাই লেগেছে।