আন্তর্জাতিক

‘ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে তুরস্ক আর কিছুই আশা করে না’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে আর কিছুই আশা করে না। কারণ তারা তুরস্ককে জোটে অন্তর্ভূ্ক্তির জন্য ৪০ বছর ধরে অপেক্ষায় রেখেছে।

রোববার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনের আগে তিনি এ কথা বলেছেন।

কয়েক দশক ধরে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। ১৯৮৭ সালে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি যা আজকের ইউরোপীয় ইউনিয়ন তার সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল আঙ্কারা। কিন্তু বরাবরই নানা অজুহাতে তুরস্কের আবেদন খারিজ করে দিয়েছে জোট।

রোববার এরদোয়ান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তুরস্ক ‘ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে আর কিছু আশা করে না, তার আমাদের ৪০ বছর ধরে তাদের দরজায় অপেক্ষায় রেখেছে।’

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের কাছে আমরা যে সব প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা রেখেছি কিন্তু তারা তাদের প্রায় কোনোটাই রক্ষা করেনি।’