বিশ্বকাপের আমেজের মধ্যে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। আগামী ১০ অক্টোবরে চারটি মাঠে শুরু হবে দেশের সবচেয়ে পুরনো প্রথম শ্রেণির টুর্নামেন্ট।
বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জাতীয় লিগের সূচি ঘোষণা করে। একই সঙ্গে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীর মাঠে দুই স্তরের চারটি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে জাতীয় লিগের খেলা।
প্রথম রাউন্ডে মিরপুরে লড়বে ঢাকা-রংপুর, সিলেটে লড়বে সিলেট-ঢাকা মেট্রো, চট্টগ্রামে লড়বে চট্টগ্রাম-বরিশাল ও রাজশাহীতে লড়বে রাজশাহী-খুলনা।
এই চার মাঠেই দ্বিতীয় রাউন্ড ১৯ অক্টোবর, তৃতীয় রাউন্ড ২৬ অক্টোবর, চতুর্থ রাউন্ড ২ নভেম্বর, পঞ্চম রাউন্ড ৯ নভেম্বর ও ষষ্ঠ রাউন্ড হবে ১৬ নভেম্বর।