ইনিংসের দ্বিতীয় বল। ট্রেন্ট বোল্টের ছোঁড়া ইনসুইঙ্গার হাফ ভলি হয়ে আসে জনি বেয়ারস্টোর ব্যাটে। এমন বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি এই আগ্রাসী ব্যাটার। অসাধারণ ফ্লিকে বল উড়িয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে।
ছয়! নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে ছক্কায় রানের খাতা খোলে ইংল্যান্ড। অবশ্য প্রথম বলে ডট দেন বোল্ট। আরও একটি চারসহ প্রথম ওভারে ১২ রান নেয় ইংল্যান্ড।
দ্বিতীয় ওভারের রিভিউ হারায় নিউ জিল্যান্ড। কিউই পেসার ম্যাট হ্যানরির বল ডেভিড মালানের ব্যাট ফাঁকি দিয়ে লাগে পায়ে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় কিউইরা। তবে লাভ হয়নি, বল যায় উইকেটের উপর দিয়ে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ অক্টোবর) টস জিতে বোলিং নেয় নিউ জিল্যান্ড। অধিনায়ক লাথাম যেভাবে চেয়েছিলেন সেভাবে শুরুটা হয়নি। বেয়ারস্টোরা দিয়েছেন রান-উৎসবের ইঙ্গিত। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে ইংলিশদের যাত্রা।
প্রস্তুতি ম্যাচে বিভিন্ন দেশের ব্যাটারদের ব্যাটে রানের ফোয়ারা দেখে অনেকে ক্রিকেট বিশেষজ্ঞই বলেছেন, এবার বিশ্বকাপ হবে রান উৎসবের। দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে সেই ইঙ্গিতই যেন দিলেন বেয়ারস্টো!