এশিয়ান গেমসের ভারোত্তোলনে আরও একটি বিশ্বরেকর্ড হলো। পুরুষদের ৭৩ কেজি ওজন শ্রেণিতে ‘ক্লিন অ্যান্ড জার্কে’ একবারে ২০১ কেজি তুলে এই বিশ্বরেকর্ড গড়েন ইন্দোনেশিয়ার ভারোত্তোলক রহমত এরউইন আব্দুল্লাহ।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়া এবং অলিম্পিক গেমসে পদক জেতা ২২ বছর বয়সী আব্দুল্লাহ এদিন নিজের রেকর্ডই নিজে ভাঙেন। এর আগে, গত বছরের ডিসেম্বরে তিনি ক্লিন অ্যান্ড জার্কে ২০০ কেজি তুলে বিশ্বরেকর্ড গড়েছিলেন। সেটা ভেঙে এশিয়ান গেমসের মঞ্চে তুললেন ২০১ কেজি।
স্ন্যাচে ১৫৮ কেজিসহ সব মিলিয়ে ৩৫৯ কেজি তুলে স্বর্ণপদক জিতেন তিনি। ৩৫১ কেজি তুলে রৌপ্য জিতেন থাইল্যান্ডের উইরাপন উইচুমান এবং ৩৪৪ কেজি তুলে ব্রোঞ্জ জিতেন উত্তর কোরিয়ার ওহ কুম থায়েক।
রহমত এরউইন আব্দুল্লাহর রক্তে বইছে ভারোত্তোলন। তার বাবা এরইউন আব্দুল্লাহ ইন্দোনেশিয়ার তারকা ভারোত্তোলক ছিলেন। যিনি ২০০২ এশিয়ান গেমসে রৌপ্য পদক জিতেছিলেন। ২০০৪ অলিম্পিক গেমসে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি। তার মা অ্যামি ১৯৯৫ সাউথ ইস্ট এশিয়ান (সি গেমস) গেমসে স্বর্ণপদক জিতেছিলেন।
চলমান এশিয়ান গেমসে রহমত আব্দুল্লাহর কোচ হিসেবে আছেন তার বাবা। বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণপদক জেতার পর তার বাবার সঙ্গে উল্লাস করেন তিনি। দুজন মিলে ফিজিক দেখিয়ে উদযাপন করেন স্বর্ণজয়।