জাতীয়

স্টেডিয়ামের গেট থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনের গেট থেকে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া বলেন, খবর পেয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে ফুটপাত থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে হয়ত তার নাম-পরিচয় শনাক্ত করা যেতে পারে। ময়না তদন্ত শেষে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।