যশোরের বেনাপোল চেকপোস্টের স্ক্যানিং রুম থেকে মানিক মিয়া (৩৭) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ৯০ হাজার মার্কিন ডলার, ১ হাজার ৬১০ ভারতীয় রুপি ও ৩২ হাজার ৪৮০ বাংলাদেশি টাকা জব্দ করা হয়।
বুধবার (১১ অক্টোবর) সকালে অবৈধ বিদেশি মুদ্রা বহনের অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটক মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে।
যশোর ব্যাটেলিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ডলারের একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে আসছে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল আজ সকালে বেনাপোল চেকপোস্টের স্ক্যানিং রুমে অবস্থান নেয়। এসময় ভারত থেকে আসা একজন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা বেলেন্ডার মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৯০ হাজার মার্কিন ডলারসহ জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৯৯ লাখ ৫ হাজার ৪০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন তিনি মার্কিন ডলার অবৈধভাবে হুন্ডি/মানি লন্ডারিং উদ্দেশ্যে বহন করছিলেন। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় ১ হাজার ৬১০ রুপি এবং বাংলাদেশি ৩২ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত বৈদেশিক মুদ্রাসহ আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।