ভারতীয় বাংলা গানের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। অভিনয়, গান, পরিচালনা— সবক্ষেত্রে তিনি চর্চিত। এবার বাংলাদেশি একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন এই বরেণ্য গায়ক। ‘দুই বন্ধু’ শিরোনামে এই মিউজিক্যাল ওয়েব সিরিজে অভিনয় করবেন তমা মির্জা।
অঞ্জন দত্তের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা। তার ভাষায়— ‘অঞ্জন দত্তের পরিচালনায় কাজ করব, এটা ভেবে অনেক উচ্ছ্বাস কাজ করছে। দারুণ একটি গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিরিজটি। খুব শিগগির সিরিজটির শুটিং শুরু হবে।’
দুজন বন্ধুর সংগীত ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মিউজিক্যাল ওয়েব সিরিজের গল্প। বড় চমক হিসেবে থাকছে অঞ্জন দত্তের গাওয়া নতুন ছয়টি গান। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি।
দেশের ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য ওয়েব সিরিজটি নির্মাণ করতে যাচ্ছেন অঞ্জন দত্ত। বিঞ্জ অরিজিনাল ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন হাসিবুল হাসান তানিম।