উদ্বোধনী অনুষ্ঠান হতে হতেও শেষ মুহূর্তে বাতিল হয়। তখন জানা যায় বিশ্বকাপের আয়োজক দেশের ক্রিকেট সংস্থা ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়ার (বিসিসিআই) অন্যরকম পরিকল্পনা রয়েছে।
বিসিসিআইয়ের পরিকল্পনা ছিল ভারত-পাকিস্তান ম্যাচের আগে কিংবা বিশ্বকাপ ফাইনাল শেষে হবে জমকালো আয়োজন। ভারত-পাকিস্তান ম্যাচের আগে অবশেষে জানা যায় আয়োজনের কথা। শনিবার মহারণের আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে অরজিত সিংয়ের মিউজিক্যাল পারফরম্যান্স।
এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে অরজিত সিংয়ের এই পারফরম্যান্স। চলবে টসের আগ পর্যন্ত। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে অরজিত সিংসহ তামান্না ভাটিয়াদের পারফর্ম করার কথা ছিল।
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে বিশ্বকাপের শুরু থেকে সমালোচনা ছিল। তবে সমালোচনায় কান না দিয়ে তারা হাঁটছে নিজেদের পথে। ক্রিকেট মানেই যেন শুধু ভারত-পাকিস্তান। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) দুই দলের ম্যাচকে ঘিরে নিয়ম বদল আনে। এবার খোদ আইসিসি ওয়ানডে বিশ্বকাপেও তা হতে যাচ্ছে।
আগামীকাল দুপুর আড়াইটাই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এখন পর্যন্ত দুই দল দুই ম্যাচ খেলে প্রত্যেকটিতেই জিতেছে।