ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখতে হলে দর্শকের সংখ্যা বাড়ছে। আজ সোমবার (১৬ অক্টোবর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে আড়াই শতাধিক নেতাকর্মী শেরপুর শহরের রূপকথা সিনেমা হলে দেখলেন সিনেমাটি।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, তার উদ্যোগে আগামী ১৭ দিন সিনেমাটি পর্যায়ক্রমে দলের সকল নেতাকর্মীকে দেখার সুযোগ করে দেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে করা সিনেমাটি দেখে বঙ্গবন্ধুর ৬ দফা, বঙ্গবন্ধুর কারাবরণ সময়, স্বাধীনতাযুদ্ধের ইতিহাস সম্পর্কে নেতা-কর্মীরা জানতে পারবে এবং উজ্জীবিত হবে বলে তিনি আশা করেন।
এ সময় শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামছুন্নাহার কামাল, কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শেরপুর পুলিশ বিভাগের আয়োজনে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ২ শতাধিক পুলিশ সদস্য সিনেমাটি উপভোগ করেন।