খেলাধুলা

বিশ্বকাপে ম্যাক্সওয়েলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। আজ বুধবার দিল্লিতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেন তিনি। এর মধ্য দিয়ে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে যান এই অজি অলরাউন্ডার।

তার আগে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম চলতি বিশ্বকাপে একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন। আজ সেটাকে ভেঙে মাত্র ৪০ বলে করলেন ম্যাক্সওয়েল। সেঞ্চুরি করার পথে তিনি ৮টি চার ও ৮টি ছক্কা হাঁকান। অবশ্য ১০৬ রানের বেশি করতে পারেননি। ৪৪ বলে ৯টি চার ও ৮ ছক্কায় লোগান ফন বিকের বলে আউট হন।

তার এই সেঞ্চুরি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে চতুর্থ দ্রুততম। এবি ডি ভিলিয়ার্স ৩১ বলে, কোরি অ্যান্ডারসন ৩৬ বলে এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি ওয়ানডেতে ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন। অবশ্য ২০১৫ সালে ম্যাক্সওয়েল শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে করেছিলেন সেঞ্চুরি।

অজি এই অলরাউন্ডার আজ ফিফটি করেন মাত্র ২৬ বলে। এরপর পরের ফিফটি করেন মাত্র ১৪ বলে। সব মিলিয়ে ৯টি চার ও ৮টি ছক্কা হাঁকান তিনি।