আন্তর্জাতিক

ইসরায়েলের হামলা গণহত্যার পর্যায়ে পৌঁছেছে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েলের হামলা ‘গণহত্যার পর্যায়ে পৌঁছেছে’ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ‘মানবতার জন্য লজ্জার।’

ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা বলেছেন।

পোপ ফ্রান্সিসকে এরদোয়ান বলেছেন, গাজায় ‘নিরীহ বেসামরিকদের নিরবচ্ছিন্ন সহায়তা’ দেওয়ার প্রচেষ্টাকে সবার সমর্থন দেওয়া উচিত। 

সংঘাতের স্থায়ী সমাধান শুধুমাত্র একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব উল্লেখ করে এরদোয়ান তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

এর আগে বুধবার এরদোয়ান বলেছিলেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন নয়, তারা নিজেদের ভূমি রক্ষাকারী মুজাহিদিনদের একটি দল।