আন্তর্জাতিক

গাজায় গণহত্যার পেছনে মূল অপরাধী পশ্চিমা দেশগুলো: এরদোয়ান

গাজায় গণহত্যার পেছনে মূল অপরাধী পশ্চিমা দেশগুলো: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাবাহিনী যে ‘গণহত্যা’ চালাচ্ছে তার জন্য মূল অপরাধী পশ্চিমা দেশগুলো। শনিবার ইস্তাম্বুলে ফিলিস্তিনিদের সমর্থনে জড়ো হওয়া তুর্কিদের সমাবেশে তিনি এ কথা বলেছেন।

এরদোয়ানের দল একে পার্টির ডাকে এই সমাবেশে যোগ দিয়েছিল প্রায় ১৫ লাখ মানুষ। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এর আগেও তুরস্কে একাধিক বিক্ষোভ হয়েছে।

শনিবার মঞ্চে উঠেই এরদোয়ান ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল ও এর পশ্চিমা মিত্রদের তুলোধুনা করেন।

তিনি বলেন, ‘গাজায় গণহত্যার পেছনে প্রধান অপরাধী হল পশ্চিমারা। আমরা যদি কিছু বিবেকবান কণ্ঠস্বর বাদ দেই... গাজায় গণহত্যা সম্পূর্ণভাবে পশ্চিমাদের কাজ।’

এরদোয়ান বলেন, ইসরায়েল ‘যুদ্ধাপরাধী’র মতো আচরণ করছে।

তিনি অভিযোগ করেন, ইউক্রেনে বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য পশ্চিমা শক্তিগুলো ‘কান্না ঝরায়’ কিন্তু গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মৃত্যুতে তারা অন্ধ।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই সব দ্বৈত মানদণ্ড এবং এই সব ভন্ডামীর বিরুদ্ধে।’

তিনি অভিযোগ করেন, ইসরায়েলের মিত্ররা খ্রিস্টানদেরকে মুসলমানদের বিরুদ্ধে একটি ‘ক্রুসেড যুদ্ধের পরিবেশ’ তৈরি করছে।