কক্সবাজারের উখিয়া থেকে ২০০টি সাদা বক উদ্ধার করা হয়েছে। এ সময় বক শিকারে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট জাল জব্দ করা হয়।
শনিবার (২৮ অক্টোবর) উপজেলার রাজাপালংয়ের মাছকারিয়া বিল থেকে শিকারির কবল থেকে এ সব বক উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে অভিযান চালায় বনবিভাগ।
কক্সবাজারের উখিয়ায় ফাঁদ পেতে বক শিকার থামছে না। শিকারিরা নিত্যনতুন কৌশল ব্যবহার করে প্রতিনিয়ত সাবাড় করছে বকের অভয়ারণ্য। যার ফলে হুমকিতে পড়েছে ঐতিহ্যের এই পাখিগুলো।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শিকারিরা নানা কৌশলে মাছকারিয়া বিল থেকে জাল দিয়ে বক শিকার করে আসছে। স্থানীয়রা তাদের বাধা দিলেও কর্ণপাত করে না। বিল থেকে বক ধরে শিকারিরা রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে দেয়।
উখিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, সাদা বক এখন সব জায়গায় স্বাভাবিকভাবে দেখা মেলে না। শিকারিদের উৎপাতে এসব পাখি বিলুপ্তির পথে। তাই শিকারির কবল থেকে এসব পাখি রক্ষা করতে বনবিভাগ অভিযান শুরু করেছে। অভিযানে ২০০টি সাদা বক উদ্ধার করা হয়েছে। এ সময় বক শিকারে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট জাল জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে শিকারিরা পালিয়ে যায়। শিকারিদের তালিকা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।