সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে বাগেরহাটে তেমন কোনো প্রভাব পড়েনি।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে হরতাল বাস্তবায়নে বাগেরহাটে বিএনপি-জামায়াতের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। ফলে সকাল থেকেই বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে খুলনাসহ বিভিন্ন রুটের বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে বাগেরহাট থেকে সরাসরি ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যায়নি।
তবে জেলা বিএনপির নেতাদের দাবি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সমর্থন করছে।
এ দিকে বিশৃঙ্খলা এড়াতে পুলিশকে কঠোর অবস্থানে দেখা গেছে। শহরের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
অন্যদিকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। ভোর ৬টার দিকে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হন। সেখানে পথসভায় জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েশী আশরাফী জেমস প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মানুষ বিএনপি জামায়াতের নৈরাজ্য মেনে নেবে না। বাগেরহাটের মানুষ হরতাল প্রত্যাখান করেছে। দেশের মানুষের জানমাল রক্ষায় আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছে। আমরা শান্তির পক্ষে।
বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, সকাল থেকে স্থানীয় বিভিন্ন রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামগামী বাস ছেড়ে যায়নি।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। গতকাল রাতে আমাদের কয়েকজন নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে আওয়ামী লীগের লোকজন। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে। জনগণ আমাদের সাথে আছে। তারা আমাদের হরতাল সমর্থন করেছে।