রাজনীতি

পটুয়াখালী-১ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন আফজাল

পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে দলের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হয়। এতে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। 

ওই সভায় আফজাল হোসেনকে পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হয়।