দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাননি শিক্ষা অফিসার আহসান হাবিব। সরকারি অফিসে ছবি না থাকা অপরাধ, বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
মঙ্গলবার (৩১ অক্টোবর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তার কার্যালয়ে নেই। তার কার্যালয়ে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।
উপজেলা মাধ্যমিক একাডেমি শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন বলেন, ‘স্যারের রুমে কেন ছবি নেই, আমি জানি না। উনি বড় কর্মকর্তা, আমি কিছু বলতে চাই না।’
অফিসে প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি নেই কেন— মুঠোফোনে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব বলেন, ‘প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি পুরাতন হয়ে গেছে। নামিয়ে রেখেছি। নতুন করে তৈরি করে লাগানো হবে।’
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, ‘সরকারি অফিসে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি রাখতে হবেই, না রাখলে এটা ব্যর্থতা। আমি জানলাম, বিষয়টি দেখছি।’
এ বিষয়ে দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত হলাম, সঠিক পদক্ষেপ নিচ্ছি।’