খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে শুরু হলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে।

শনিবার (৪ নভেম্বর) সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে হওয়াতে তিন ম্যাচের এই সিরিজের গুরুত্ব অনেক। অধিনায়ক জ্যোতিও চান দলীয় পারফরম্যান্সে পাকিস্তানকে বধ করতে।

এর আগে, বাংলাদেশ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ১২ বার মুখোমুখি হয়েছে। দুই দলই জিতেছে সমান ছয়টি করে। হোম অব ক্রিকেটে সবাই এক হয়ে পাকিস্তানকে হারাতে চান মারুফা আক্তাররা। 

অধিনায়ক জ্যোতি বলেন, ‘আমি চাই যে দলে যেন সবার ছোট ছোট হলেও কন্ট্রিবিউশন থাকে। আমাদের এমন একটা টিম বলব যে অবশ্যই ম্যাচ উইনার আছে, তাদের সাপোর্ট করতে হলে আমাদের সবাইকে এক হয়ে খেলতে হবে।’

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, শামীমা সুলতানা, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।