গাজীপুর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। শনিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
জেল সুপার আমিরুল ইসলাম বলেন, আজ রাত ৮টার দিকে রফিকুল ইসলাম মাদানী কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
রফিকুল ইসলাম মাদানীকে ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনার বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ হয়। মামলার এজাহারে রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়।