এক মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এই সংঘাত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে আর্থিক সাহায্যের পাশাপাশি প্রাণঘাতী অস্ত্র দিয়েও সাহায্য করছে যুক্তরাষ্ট্র।
তবে গাজা পুনরুদ্ধারের যে পরিকল্পনা ইসরায়েল করেছে, তার সঙ্গে এবার দ্বিমত পোষণ করল যুক্তরাষ্ট্র।
ইসরায়েলকে গাজা পুনরুদ্ধারের বিরুদ্ধে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে, এটি করা দেশটির জনগণের জন্য ভালো হবে না।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী তার বক্তব্যে যুদ্ধ শেষে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড শাসনের ইঙ্গিত দিয়েছিলেন ।
এই বিষয়ে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘প্রেসিডেন্ট (জো বাইডেন) মনে করেন, গাজা পুনর্দখল ইসরায়েলের মানুষের জন্য ভালো হবে না।’
তিনি আরও বলেন, ‘এখন মূল প্রশ্ন, যুদ্ধ পরবর্তী গাজারা চেহারা কেমন হবে, গাজার প্রশাসনিক ব্যবস্থা কী দাঁড়াবে। কারণ, গত এক মাসে যাই ঘটে থাকুক কেন, এটি গত ৬ অক্টোবরে যা ছিল, তা হতে পারে না। হামাসের হাতে গাজার দায়িত্ব থাকতে পারে না।’
গাজা যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক মাস পূর্তি উপলক্ষে এবিসি নিউজকে মঙ্গলবার নেতানিয়াহু বলেছিলেন, ‘তাদের হাতে গাজার শাসনভার থাকা উচিত, যারা হামাসের পথে চলতে চায় না।’ এর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি বলেন, ‘আমি মনে করি অনির্দিষ্টকালের জন্য ইসরায়েল সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব থাকবে। কারণ আমরা দেখেছি, আমাদের কাছে এটি (গাজা) না থাকলে কী হয়।’