সারা বাংলা

খাগড়াছ‌ড়ি‌তে পণ্যবাহী কার্ভাড ভ্যানে আগুন

খাগড়াছ‌ড়ি‌তে পণ্যবাহী কার্ভাড ভ্যানে আগুন

বিএন‌পির ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে খাগড়াছড়ির মা‌টিরাঙ্গার সাপমারা এলাকায় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে সাপমারা এলাকার খাগড়াছড়ি-ঢাকা সড়কে ঘটনাটি ঘটে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, সকালে পণ্যবাহী পরিবহন সংস্থা ফাইভ স্টার এক্সপ্রেস সার্ভিসের একটি কার্ভাড ভ্যান মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। আলুটিলা সড়কে ওঠার সময় দুর্বৃত্তরা কার্ভাড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়। আগুনে গাড়িতে থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়। তবে, চালক ও সহকারী দ্রুত কার্ভাড ভ্যানটি থেকে নেমে যাওয়ায় তারা আহত হননি।