রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচর সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সামিরুল ইসলাম (১৬) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভারতের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হলেও সেটি চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা।
সামিরুল ইসলাম গোদাগাড়ী উপজেলার বারিনগর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন বলেছেন, বৃহস্পতিবার দুপুরে সামিরুল সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে যায়। এ সময় ৩৫ বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যায় সে।
তিনি আরও বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে জরুরি পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশি নাগরিককে হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। হত্যার কথা স্বীকার করে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন ৩৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক। এমন ঘটনার পুনারাবৃত্তি হবে না বলে আশ্বাস দিয়েছে বিএসএফ।