খেলাধুলা

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পাওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়ায় দ্বিতীয় ম্যাচে। সুপার ওভারে জিতে সমতায় আনে সিরিজ। ফলে আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনাল।

আজ শুক্রবার (১০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক নিদা দার। ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শুরু হবে। সরাসরি দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেল। 

বাংলাদেশ একাদশ: মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।

পাকিস্তান একাদশ: সিদরা আমিন, সাদাফ শামস, মুনিবা আলী, বিসমাহ মারুফ, নিদা দার (অধিনায়ক), উম্মে হানি, আলিয়া রিয়াজ, নাজিহা আলভি, দিয়ানা বেগ, নিশরা সান্ধু ও সাদিয়া ইকবাল।