চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাসের ধাক্কায় যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে গেছে। এতে লেগুনাটিতে থাকা ১২ কলেজ ছাত্রী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শেখপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতরা সবাই সীতাকুণ্ড ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজের ছাত্রী।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুদ্দীন রাশেদ জানান, লেগুনা খাদে পড়ে আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।