নাম তার রাচীন রবীন্দ্র। প্রথমবার নিউ জিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলতে এসেছেন। করেছেন বাজিমাতও। তার পারফরম্যান্স বিবেচনায় হয়তো হয়ে যেতে পারেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারও।
আগা পাঁচতলা না ভেবে রাখা নামে পরবর্তীতে চমকে যান তার বাবা-মা। এবং সিদ্ধান্ত নেন ছেলেকে ক্রিকেটার বানানোর।
এ বিষয়ে রাচীনের বাবা রবী কৃষ্ণমূর্তি বলেন, ‘যখন রাচীন জন্মগ্রহণ করলো, তখন আমার স্ত্রী এই নামটি রাখার সিদ্ধান্ত নিলো। তখন অবশ্য নামটি নিয়ে আমরা খুব একটা গবেষণা কিংবা আলোচনাও করিনি। কয়েক বছর পর আমরা দুজন উপলব্ধি করলাম যে রাচীনের নামের মধ্যে রাহুল দ্রাবির ও শচীন টেন্ডুলকারের নাম রয়েছে। অর্থাৎ রাচীন নামটি রাহুল ও শচীনের নামের মিশ্রিত রূপ। কিন্তু আমরা কিন্তু তার নাম এই ভেবে রাখিনি যে আমাদের ছেলে একটি ক্রিকেটার হবে। অথবা ক্রীড়া সংশ্লিষ্ট কেউ হবে। পরবর্তীতে তার আগ্রহ দেখে তাকে ক্রিকেটার হতে বাঁধা দিইনি।’
এবারের বিশ্বকাপের লিগ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে আছেন রাচীন রবীন্দ্র। ৯ ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে তিনি রান করেছেন ৫৬৫টি। কুইন্ট ডি কক ৫৯১ ও বিরাট কোহলি ৫৯৪ রান নিয়ে আছেন শীর্ষে।