আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা উপস্থিত ছিলেন। গত ৯ নভেম্বর শেখ হাসিনাকে সভাপতি ও ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগের নির্বাচনি প্রস্তুতির জন্য ১৪টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
১৯৯৬ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ার পদটি সৃষ্টি করে এবং সেই সময়ে নির্বাচন পরিচালনায় কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে।
পরবর্তী সময়ে ২০০৮ এর নির্বাচনের আগে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয় হোসেন তৌফিক ইমামকে। আমৃত্যু তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কো-চেয়ারের দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন কমিশন গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ৭ জানুয়ারি ভোট নেওয়া হবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইতোমধ্যে পুরোদমে নির্বাচনি প্রস্তুতি শুরু করে দিয়েছে।