বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় ঢাকা ও সিলেটগামী দুটি ট্রাক থামিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বগুড়ার কাহালু উপজেলা থেকে একটি ট্রাকে মাটি ভর্তি করে ঢাকার পথে এবং আরেকটি ট্রাক জয়পুরহাট থেকে কলা নিয়ে সিলেটে যাচ্ছিলো।
সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগুন দিয়ে তারা পালিয়ে যায়।
মাটিবাহী ট্রাকের চালক আফজাল হোসেন জানান, দশমাইল এলাকায় কয়েকজন যুবক ট্রাকের গতিরোধ করে। এরপর পেট্রোল দিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাক দুটির সামনের অংশ পুড়ে গেছে।
শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা জানান, দুটি ট্রাকে কারা আগুন দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি।নাশকতাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।