বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ড সিরিজের মাঝে ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নাফিস ইকবালকে। বিশ্বকাপের পর সেই নিউ জিল্যান্ডের বিপক্ষেই পুরোনো দায়িত্বে ফিরেছেন সাবেক এই ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে ঢাকায় পা দিবে নিউ জিল্যান্ড দল।
বিশ্বকাপ দল ঘোষণার দিন নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন নাফিস দায়িত্ব ছেড়ে চলে যান। এই নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। অধিনায়ক সাকিব আল হাসানও সমালোচনা করেন। তবে নাফিস জানিয়েছেন তিনি সব নিয়ম কানুন মেনে তবে দায়িত্ব ছেড়েছিলেন।
এদিকে রাতে নিউ জিল্যান্ড দল ঢাকা পৌঁছালেও প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাবে বুধবার সকালে। একই দিন রাতে বাংলাদেশ দল উড়াল দেবে সিলেটের উদ্দেশ্যে।
২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউ জিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৬ ডিসেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে নিউ জিল্যান্ড সিরিজের জন্য আজ ঢাকায় ফিরছেন জাতীয় ক্রিকেট দলের বিদেশি সদস্যরা। চুক্তি প্রায় শেষ দিকে হলেও আসছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথও।