নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির মোহাম্মাদ শফিকুর রহমানসহ ১৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন।
এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে আছেন—মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনালের এটিএম আজহারুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম খান।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর বিকেলে এটিএম আজহারের নেতৃত্বে ২৫০০-৩০০০ নেতাকর্মী মিছিল নিয়ে রাজধানীর শান্তিনগর থেকে রাজমনি ক্রসিংয়ের দিকে আসার সময় কাকরাইল সুপার মার্কেটের সামনে পুলিশের ওপর আক্রমণ করে এবং রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ওই দিনই কাকরাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মতিউর রহমান জামায়াত-শিবিরের ১৩০ নেতাকর্মীকে আসামি করে রমনা থানায় এ মামলা দায়ের করেন।
তদন্তের পর ২০১৯ সালের ২২ আগস্ট রমনা থানার এসআই মুহাম্মদ সাইফুল ইসলাম খান জামায়াতের ১৫০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার একজন আসামি মারা গেছেন।