খেলাধুলা

সৌদি আরব সফরে যাচ্ছে না মায়ামি

সৌদি আরব সফরে যাচ্ছে না মায়ামি

আগামী বছর রিয়াদ সিজন কাপ খেলতে সৌদি আরব যাচ্ছে ইন্টার মায়ামি, এমন খবরে সয়লাব হয়ে গিয়েছিল ইউরোপের বিভিন্ন গণমাধ্যম। তবে খবরটি নাকচ করে দিয়েছে ক্লাবটি। মায়ামির যোগাযোগ বিভাগের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, প্রাক্‌-মৌসুম সফরে এমন কোনো পরিকল্পনা নেই এই মর্মে বিবৃতি দিয়েছে মায়ামি।

বিবৃতিতে মায়ামির ভাষ্য, ‘আজ (গতকাল) একটি ঘোষণায় বলা হয়েছে ইন্টার মায়ামি সিজন কাপে খেলবে, এটি সঠিক নয়। বিবৃতিতে দলের মালিক জর্জ মাসের কথাও বলা হয়েছে। মাস এ বিষয়ে ব্যক্তিগত কিংবা জনসন্মুখে প্রাক-মৌসুম সফর সম্পর্কিত কোনো মন্তব্য করেননি।’

ক্লাবটি বিবৃতিতে আরও উল্লেখ করেছে, ‘প্রথম দিন থেকেই ইন্টার মায়ামি এক বৈশ্বিক ব্র্যান্ড হতে চেয়েছে। ২০২৪ প্রাক্-মৌসুমের সূচি কেমন হবে, সেটা নিয়ে এখনো আমরা আলোচনা করছি। আমরা প্রথম আন্তর্জাতিক সফরের জন্য মুখিয়ে আছি। যা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।’

এর আগে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, আগামী ফেব্রুয়ারিতে রিয়াদ সিজন কাপে খেলবে মায়ামি।  স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার ভাষ্য ছিল, লা লিগার দল আলমেরিয়ার মালিক এবং সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) বিভাগের চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এ সফরের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, চলতি নভেম্বরেই এশিয়ার দেশ চীন সফরের কথা ছিল মায়ামির। আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে চীনে পা রাখার কথা ছিল যুক্তরাষ্ট্রের ক্লাবটির। কিন্তু দেশটির সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের মৃত্যুর কারণে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ দেখিয়ে সফরটি বাতিল করা হয়।