আইসিসি মঙ্গলবার জানিয়েছিল এবারের বিশ্বকাপ মাঠে বসে দেখেছে রেকর্ড ১২ লাখ ৫ হাজার ৩০৭ জন দর্শক। যা ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। আজ বৃহস্পতিবার অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি) টেলিভিশনের সামনে বসে লাইভ খেলা দেখা দর্শকদের সংখ্যা প্রকাশ করেছে। সেখানেও রেকর্ড গড়েছে ২০২৩ বিশ্বকাপ।
সদ্য সমাপ্ত বিশ্বকাপ টিভি সেটের সামনে বসে দেখেছেন ৫১৮ মিলিয়ন দর্শক। অর্থাৎ ৫১ কোটি ৮০ লাখ দর্শক। তারা সব মিলিয়ে ৪২২ বিলিয়ন মিনিট বিশ্বকাপ দেখেছেন।
শুধু তাই নয়, ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল টিভিতে দেখেছিলেন ১৩ কোটি দর্শক। এছাড়া ভারত-পাকিস্তানের ম্যাচ ৭.৫ কোটি ও ভারত-নিউ জিল্যান্ডের মধ্যকার ম্যাচ দেখেছিল ৮ কোটি দর্শক।
এছাড়া লাইভ স্ট্রিমিং সাইটগুলোর মধ্যে ডিজনি স্টার ভিউয়ারশিপে রেকর্ড ভেঙেছে। ফাইনাল ম্যাচ ৫.৯ কোটি মানুষ দেখেছে ডিজনি প্লাস হটস্টারে। আর সেমিফাইনাল দেখেছিল ৫.৩ কোটি লোক।
এর ফলে বেশ আয়ও হয়েছে ডিজনি প্লাস হটস্টারের। তারা ৯ থেকে ৯.৫ বিলিয়ন রূপি আয় করেছে। বিজ্ঞাপনের মধ্যে সবচেয়ে বেশি আয় হয়েছে ভোগ্যপণ্য, বিএফএসআই, টেলিকম ও ট্রাভেল এজেন্সি থেকে।