আইন ও অপরাধ

আব্দুল্লাহপুরে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ 

রাজধানীর আব্দুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাসটির দ্বিতীয় তলায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের অনেক আসন পুড়ে যায়। এ সময় বাসে যাত্রী ছিল কি না, তা জানা যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করছে, বিএনপিসহ যুগপৎ আন্দোলন করা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগে দুর্বৃত্তরা এ বাসে আগুন দিয়েছে। ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে সিসি ক্যামেরার ফুটেজ ও আলামত সংগ্রহ করা হয়েছে। নাশকতাকারীদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।