হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তার এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যানের বিশ্বাস, আরও কয়েক বছর পাকিস্তানের হয়ে খেলার সামর্থ্য ছিল ইমাদের।
আজ রোববার (২৬ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) রিজওয়ান লিখেন, ‘তোমার অবসরের কথা শুনে অবাক হয়েছি ভাই ইমাদ ওয়াসিম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পাকিস্তানকে দেওয়ার মতো তোমার এখনো অনেক কিছু বাকি আছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার মঙ্গল কামনা করছি। আলো ছড়িয়ে যেতে থাকো।’
এর আগে শুক্রবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ইমাদ। এই ঘোষণায় শেষে হলো পাকিস্তানের হয়ে তার দীর্ঘ আট বছরের ক্যারিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতির মাধ্যমে অবসর ঘোষণার বিষয়টি জানান এই অলরাউন্ডার।
ইমাদ লিখেন, ‘সাম্প্রতিক দিনগুলিতে আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তাভাবনা করছি এবং আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার এখনই আমার জন্য সঠিক সময়।’
৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার আরো লিখেন, ‘বছরের পর বছর ধরে সমর্থনের জন্য পিসিবিকে ধন্যবাদ। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের বিষয়। পাকিস্তানি সমর্থকদের ধন্যবাদ সমর্থন করার জন্য। চূড়ান্ত ধন্যবাদ আমার পরিবার এবং বন্ধুদের, যারা ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের সকল অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ইমাদ। পাকিস্তানের হয়ে ৫৫টি একদিনের ম্যাচ ও ৬৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দুই ফরম্যাট মিলিয়ে ক্যারিয়ারে ১০৯ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১৪৭২ রানও করেন এই অলরাউন্ডার।
ইমাদ পাকিস্তানের হয়ে বেশ কয়েকটি বৈশ্বিক আসরে অংশগ্রহণ করেছেন। তিনি ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তান দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। একই সঙ্গে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি।