খেলাধুলা

ব্যাটে ফিলিস্তিনের পতাকা লাগানোয় পাকিস্তানের ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তানে চলছে ‘জাতীয় টি-টোয়েন্টি কাপ-২০২৩’। রোববার সেখানে ব্যাটে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে মাঠে নেমেছিলেন আজম খান। কিন্তু এটার জন্য জরিমানা গুণতে হয়েছে তাকে।

ব্যাটে ফিলিস্তিনের পতাকা লাগানোয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেছে।

অবশ্য আজম যখন সেই ব্যাট নিয়ে মাঠে নামেন তখন আম্পায়াররা তাকে বাধা দেন। কিন্তু তিনি সেটা গ্রাহ্য করেননি। সেই ব্যাট নিয়েই মাঠে নামেন এবং খেলেন। সে কারণেই তাকে জরিমানা করা হয়।

জরিমানার পাশাপাশি তাকে সতর্কও করা হয়েছে। ভবিষ্যতে যেন এই কাণ্ড তিনি না করেন। পরের ম্যাচেও যদি তিনি ফিলিস্তিনের পতাকা লাগিয়ে মাঠে নামেন তাহলে নিষিদ্ধ হবেন।

চলমান জাতীয় টি-টোয়েন্টি কাপে তিন ম্যাচের দুটিতে জিতে দ্বিতীয় স্থানে আছে আজম-আসাদ শফিকদের করাচি রিজিওন হোয়াইট।