খেলাধুলা

দারুণ জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বসুন্ধরা কিংস

এএফসি কাপে নিজেদের চতুর্থ ম্যাচে দারুণ এক জয় পেয়েছে বসুন্ধরা কিংস। আজ সোমবার কিংস অ্যারেনায় ৭৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে ২-১ গোলে।

ঘরের মাঠে এদিন ম্যাচের ১০ মিনিটেই পিছিয়ে পরে বসুন্ধরা। এ সময় মাজিয়ার ওবেং রেগান গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাবটি।

মালদ্বীপের ক্লাবটি এই লিড ধরে রাখে ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত। এরপর ৮ মিনিটের ঝড়ে দৃশ্যপট পাল্টে দেয় কিংস। ৮০ মিনিটের মাথায় বোবুরবেগ ইয়ুলদাশোভ গোল করে সমতা ফেরান। আর ৮৮ মিনিটের মাথায় মিগেল দামাশিনার গোলে এগিয়ে যায় বসুন্ধরা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এই জয়ে ৫ ম্যাচের ৩টি জিতে, ১টিতে হেরে ও ১টিতে ড্র করে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। তাতে দারুণ আশা জেগেছে প্রথমবার আঞ্চলিক সেমিফাইনাল খেলার। আগামী ১১ ডিসেম্বর শেষ ম্যাচে ওড়িশা এফসির বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে সেমিফাইনাল।