এই ম্যাচে মাঠে নামার আগে আর্সেনালের সামনে দুটি সমীকরণ ছিল। ড্র হলে শেষ ষোলো নিশ্চিত, জিতলে গ্রুপ সেরা। আর্সেনাল দ্বিতীয় সমীকরণ মেলাতেই মাঠে নেমেছিল। তাতে স্রেফ ভেসে গেল ফরাসি ক্লাব লেন্স। ৬-০ গোলের জয়ে গ্রুপ সেরা হয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে পা রাখলো মিকেল আর্তেতার দল।
বুধবার (২৯ নভেম্বর) ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের গোল উৎসব শুরু হয় ম্যাচের ত্রয়োদশ মিনিটে। গোলমুখ বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন কাই হাভার্টজ। তার পথ ধরে ২১তম মিনিট ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।
পরের ছয় মিনিটে লেন্সের উপর দিয়ে স্রেফ ঝড় বইয়ে দেয় আর্সেনাল। বুকায়ো সাকা ও মার্তিনেল্লি দুই বার লেন্সের জালে বল জড়ালে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় আর্সেনাল। প্রথমার্ধের যোগ করা সময়ে সংখ্যাটা পাঁচে নিয়ে যায় মার্টিন ওডেগোর। তাতে ৫-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ‘গানার্স’রা।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য তেমন একটা চেষ্টা করেনি আর্সেনাল। এর মধ্যেই ম্যাচের ৮৩তম মিনিটে পেনাল্টি পায় তারা। বক্সে লেন্সের আব্দুকোদির খুশানোভের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। জর্জিনিয়োর সফল স্পট কিকে বড় জয় নিশ্চিত হয়ে যায় প্রিমিয়ার লিগের দলটির।
এই জয়ে পাঁচ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করলো আর্সেনাল। গ্রুপের অন্য ম্যাচে সেভিয়াকে ৩-২ গোলে হারানো পিএসভি আইন্দহোভেন ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লেন্স। ২ পয়েন্ট পাওয়া সেভিয়ার বিদায় ঘণ্টা বেজে গেছে গ্রুপ পর্ব থেকেই।