প্রথম ম্যাচে ২০৯, দ্বিতীয় ম্যাচে ২৩৫ এবং তৃতীয় ম্যাচে ২২২ রান করেছিল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিংটা ভালো হলো না তাদের। রায়পুরে আজ শুক্রবার রাতে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে ভারত। জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৭৫ রান।
ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই করেছিল ভারত। যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড় ৫.৫ ওভারেই তুলে ফেলেন ৫০ রান। এরপর আউট হন জয়সওয়াল। তিনি ৬ চার ও ১ ছক্কায় ৩৭ রান করে যান।
এরপর ৬২ রানে শ্রেয়াস আয়ার (৮) ও ৬৩ রানের সময় সূর্যকুমার যাদব (১) ফিরেন। সেখান থেকে রিংকু সিং ও গায়কোয়াড় দলীয় সংগ্রহকে টেনে নেন ১১১ পর্যন্ত। এই রানে ফেরেন গায়কোয়াড়। তিনি ৩ চার ও ১ ছক্কায় করেন ৩২ রান।
সেখান থেকে রিংকু ও জিতেশ শর্মা দলীয় সংগ্রহে যোগ করেন ৫৬ রান। তাদের ব্যাটে ভর করে ভারত বড় সংগ্রহ পেতে যাচ্ছে মনে হচ্ছিল। কিন্তু ১৬৭ থেকে ১৭৪ রানে যেতে ১১ বলের ব্যবধানে মাত্র ৮ রানে ৫ উইকেট হারায় ভারত।
জিতেশ ১ চার ও ৩ ছক্কায় ৩৫, অক্ষর ০, রিংকু ৪টি চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৬, দীপক চাহার ০ ও রবি বিষ্ণোই ৪ রান করে আউট হন। তাতে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ পায় ভারত।
বল হাতে অস্ট্রেলিয়ার বেন দ্বারসুইস ৪০ রান দিয়ে ৩টি উইকেট নেন। জ্যাসন বেহেরনডর্ফ ৩২ রানে ২টি ও তারভীর সাংহা ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। আজ অস্ট্রেলিয়া জিতলে সিরিজে ফিরবে সমতা।